মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম বার্ধক্যজনিত জটিলতায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।মুক্তিযোদ্ধা সি আর দত্ত সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত জানিয়েছেন।
মৃত্যুকালে সি আর দত্ত দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্যা স্বজন রেখে গেছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি রংপুরে সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। – UNB