মোতালিব আখন্দের মৃত্যুতে মুসলিম লীগের শোক প্রকাশ

বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনৈতিক নেতা অধ্যাপক আবদুল মোতালিব আখন্দ (৭৬) শানিবার ভোর ৫.৩০টায় বার্ধক্য জনিত রোগে বাড্ডাস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজীউন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিগাঁ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। আজ বাদ যোহর ভাটিগাঁ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং একাধিক বার বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসাবে গাজীপুর থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী এক শোক বার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, জনাব আখন্দ ব্যক্তিস্বার্থ ও ভোগ-মোহের ঊর্ধ্বে থেকে আজীবন নিষ্ঠার সাথে জনকল্যাণের রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন মুসলিম জাতীয়তাবাদের এক নির্ভীক-নির্মোহ সৈনিক। একজন বিতর্কমুক্ত, পরিশীলিত ও উদার রাজনীতিবিদ জনাব অধ্যাপক মোতালিব আখন্দের মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মত সদগুন সম্পন্ন রাজনীতিবিদ এখন মাঠে বিরল। আল্লাহ তাকে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংবাদ প্রেরক – কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব