রিক-নরসিংদী জোনের অসহায় দরিদ্র সদস্যদের মাঝে ত্রান বিতরণ

অদ্য ২৫.০৪.২০২০ইং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), নরসিংদী জোনের আওতাধীন ৪টি এরিয়া (নরসিংদী এরিয়া ২৫০জন, নারায়নগঞ্জ এরিয়া ১৫০জন, গাজীপুর এরিয়া ১৫০জন, পূবাইল এরিয়া ২০০জন সহ) সর্বমোট ৭৫০জন দরিদ্র সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য প্রত্যেককে ১০০০/- (এক হাজার) টাকা করে ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কোভিড-১৯ সংক্রমনের শুরু থেকে রিক দেশের প্রতিটি শাখার আওতাধীন সকল গ্রাম, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লিফলেট বিতরণ করা হয়। প্রতিটি অফিসের সামনে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া হয়।
বিগত ১৫.০৪.২০২০ইং তারিখে রিক কেন্দ্রীয় কার্যালয়ের এক চিঠির মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র সদস্যদের সহায়তার জন্য সংস্থার সকল এমপ্লয়ীর ৩ (তিন) দিনের মূল বেতন ও বৈশাখী ভাতার অর্ধেক সহ সমুদয় ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা এবং সংস্থার ৩৫,০০,০০০/- (পয়ত্রিশ লক্ষ) টাকা সহ সর্বমোট ৬৫,০০,০০০/- (পয়ষট্টি লক্ষ) টাকার জন্য একটি তহবিল গঠন করা হয়। সংস্থার কর্মএলাকার আওতাধীন উক্ত তহবিল ১১৫টি শাখা ও প্রবীণ কমিটির সদস্যদের চিহ্নিত করে ৬৫০০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
ত্রান কার্যক্রম পরিচালনা করেন নরসিংদী জোনের জোনাল ম্যানেজার জনাব তাইজুল ইসলাম, নরসিংদী এরিয়ার এরিয়া কর্মকর্তা জনাব এজাজ আহম্মেদ, নারায়নগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা, গাজীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, পূবাইল এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ এবিএম জাহিদুল কবির সহ অন্যান্য কর্মকর্তাগণ। জোনাল ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেছেন কে এম রফিকুল কাদের।- সংবাদ বিজ্ঞপ্তি