সশস্ত্র মহড়ার পর অস্ত্রসহ গ্রেফতার তিন সন্ত্রাসী?

নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় গত মাসে ড্রিল মেশিনে আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ীর দুই পা ছিদ্র করে দেয় দুর্ধর্ষ আজরাইল বাহিনীর সন্ত্রাসীরা। এই ঘটনার প্রধান আসামী জালাল জামিনে বেরিয়ে আসে গত মঙ্গলবার। পরের দিন বুধবার সকালে শমসের পাড়ায় সশস্ত্র শোডাউন দেয় সন্ত্রাসীরা। এসময় ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি করলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ১০/১২ টি মোটর সাইকেল যোগে সকালে শমসের পাড়া মহল্লায় প্রবেশ করে দুর্ধর্ষ আজরাইল বাহিনীর এসব সন্ত্রাসীরা। এসময় চিহ্নিত সন্ত্রাসী জালাল, লম্বা দিদার, নেওয়াজ শরীফ, বাইট্টা রাশেদসহ ২০/২৫ জন অংশ নেয়। তাদের বিরুদ্ধে গত একমাসে এলাকায় লাঠি মিছিল, মানববন্ধন ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করায় স্থানীয়দের উদ্দেশ্য গুলি করে হত্যার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। ইফতারের পর এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধরতে মহড়া দেয়। স্থানীয়দের ধারণা, সন্ত্রাসীরা জনমনে ভীতি বাঁচিয়ে রাখতে যেকোন সময় বড় ধরণের সন্ত্রাসী হামলা চালাতে পারে এলাকায়। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি এলাকাবাসী পুলিশকে অবহিত করলে বুধবার সারারাত অভিযান চালিয়ে আজরাইল বাহিনীর তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে চান্দগাঁও থানা। বৃহস্পতিবার তাদের অস্ত্র আইনের মামলায় জেলে পাঠানো হয়েছে। তার আগে মঙ্গলবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা খেলার মাঠ থেকে গাঁজা ও ইয়াবাসহ এই বাহিনীর দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারকৃতরা হল বাপ্পী চৌধুরী (২৮) ও রনি সেন (২৪)। তাদের মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভয়ংকর এই সন্ত্রাসী বাহিনীকে দমানো যাচ্ছেনা। – প্রেস বিজ্ঞপ্তি – Fahmida Sultana fahmidasultanactg@gmail.com