সাদেক হোসেন খোকার মৃত্যুতে আতিকুর রহমান সালুর বিবৃতি

আমার ছাত্র জীবনের দীর্ঘদিনের ঘনিষ্ট সহকর্মী, সহযোদ্ধা, জাতীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা দীর্ঘদিন যাবৎ মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের হাসপাতালের অধীনে নিবীর পর্যবেক্ষনে ছিলেন।’

Atiqur Rahman Salu, chairman, International Farakka Committee, speaking at the discussion meeting

চিকিৎসার জন্যে হাসপাতালের যাওয়া-আসার মধ্যেই এ যাবত তার জীবন সীমিত ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁর স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়া হয় এবং অবশেষে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন (ইন্না.. …রাজিউন) জীবন ও মৃত্যুর মালিক পরম করুনাময় ও দয়ালু আল্লাহ-পাকের কাছে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কায়মোন বাক্যে দোয়া করছি তাকে বেহেস্তে নসীব করার জন্যে। এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পারিবার ও পরিজনকে ধর্য্য ধারন করার তৌফিক দান করেন।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতি হারাল তার শ্রেষ্ঠ সন্তান। তিনি ছিলেন বিনয়ী-সৃজ্জন, সাহসী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের রক্ষার লড়াকু সৈনিক।
বার্তাপ্রেরক- আতিকুর রহমান সালু, আইএফসি চেয়ারম্যান, কবি-লেখক ও আক্টিভিষ্ট