৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সকল কর্মসূচি পালন করবেন।
কর্মসূচি অনুযায়ী- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে বিএনপির অন্যান্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
একইদিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া পাঠ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
পরে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তরের নেতা-কর্মীরা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। একইদিন বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে দলটি।
আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসন করেছে। – UNB