৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্ম -ইশা ছাত্র আন্দোলন

বাংলাদেশের প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী কবি নজরুল কলেজ। এটি ছিল পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।
ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ইংরেজ শাসনামল থেকে শিক্ষার আলো ছড়ানোর প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুম, নেই যানবাহন ও আবাসন ব্যবস্থা। ৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে নেতৃবৃন্দ অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত দাবীসমূহ মেনে নেয়ার আহ্বা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, বিদ্যমান এই সংকট আমাদের উচ্চ শিক্ষার পথকে রুদ্ধ করছে। অনতিবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী এবং আবাসন সংকটসহ অন্যান্য সকল সংকট দূর করার জোর দাবী জানান।
বার্তা প্রেরক – কে এম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ সম্পাদক