জাফরুল্লাহ চৌধুরী কেমন ওষুধনীতি ও স্বাস্থ্যনীতি চেয়েছিলেন

এই আলাপ অতি সংক্ষিপ্ত। একে যারা পূর্ণাঙ্গ করতে চান তারা অংশ নিতে পারেন। সেটা জরুরিও। এখানে যেসব তথ্য-উপাত্ত ব্যবহৃত হয়েছে সেগুলো জাফরুল্লা চৌধুরীর পুরানো লেখনি থেকে নেয়া। এর সত্যা-সত্য নিয়ে প্রশ্ন থাকলে এবং ভিন্নমত থাকলেও অবশ্যই লিখবেন।

মাস্ক ব্যাবহারে এতো অনীহা কেন?

ক’দিন আগে রিকশা এ যাওয়ার সময় লক্ষ্য করলাম, রিকশা চালক এর মুখে মাস্ক নাই। জিজ্ঞেস করলাম– আপনার মাস্ক কোথায় ? পকেটে আছে। পরেননি কেন? উত্তরে বললো – মাস্ক পরলে দম নিতে কষ্ট হয়, রিকশা টানতে পারিনা?