এলপিজি সিলিন্ডার সঠিক ব্যবহারে সতর্কতামূলক নির্দেশনা

ঢাকা, ৭ ডিসেম্বর – এলপিজি সিলিন্ডারের ব্যবহার বিধি যথাযথভাবে অনুসরণ না করার জন্য প্রায়শঃই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলপিজি সিলিন্ডার সঠিকভাবে ব্যবহার বিধি সম্পর্কিত নিম্নলিখিত নির্দেশনা পালনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে:

• রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করা;
• রান্না শুরু করার আধ ঘণ্টা আগে রান্না ঘরের দরজা জানালা খুলে দেওয়া;
• চুলা হতে যথেষ্ট দূরে বায়ু চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখা;
• গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দেওয়া, ম্যাচের কাঠি না জ্বালানো, ইলেক্ট্রনিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ না করা;
• এলপিজি সিলিন্ডার খাড়াভাবে রাখা, কখনই উপুড় বা কাত না করে রাখা;
• সিলিন্ডার হতে চুলা নিচুতে না রাখা, কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখা;
• অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে তাপ না দেওয়া।
– তথ্যবিবরণী