তরুণদেরকে ইসলাম থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন
বাংলাদেশের শতকরা ৯০ থেকে ৯২ ভাগ শিক্ষার্থী স্কুলে পড়ে। বাকি ৮ থেকে ১০ ভাগ শিক্ষার্থী পড়ে
মাদ্রাসায়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না করে নতুন প্রজন্মকে ইসলাম
থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে।

আজ ০৭ ডিসেম্বর -২০ইং রোজ সোমবার বিকাল ৩ টায় রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইশা ছাত্র
আন্দোলন ঢাকা মহানগর পূর্বের ওয়ার্ড প্রতিনিধি সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কোন বিষয়ে শিক্ষার্থীরা কতোটুকু শিখল সেটা তো মূল্যায়ন করা হয় পরীক্ষার মাধ্যমে।
যদি পরীক্ষা না থাকে তাহলে তো শিক্ষার্থীরা ওই সাবজেক্টটা পড়বে না। তাছাড়া শিক্ষক ও শিক্ষা
প্রতিষ্ঠানগুলোর পাস ফেলের টার্গেট থাকে। যখন তাদেরও কোন জবাবদিহিতা নাই, তখন তারাও ধর্ম
বিষয়টাকে পাশ কাটিয়ে যাবে। এটা তো মুসলিম দেশে কোনভাবেই আমরা মেনে নিতে পারি না।
তবে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞান,
মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ প্রতিটি বিষয়ে সামগ্রিক জ্ঞান দিতে সেইসঙ্গে এসএসসি পরীক্ষা ৩২ কার্যদিবস
থেকে কমিয়ে ৫ কার্যদিবসে নেয়ার লক্ষ্যে এই পরিবর্তনগুলো আনা হয়েছে।
এক্ষেত্রে যে বিষয়গুলোর দক্ষতা যাচাই করতে কাগজে কলমে পরীক্ষা নেয়া জরুরি। শুধুমাত্র সেই পাঁচটি
বিষয়ে পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।
তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতিকে নৈতিক শিক্ষা তথা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক রেখে
আইন পাস করুন। অন্যথায় জাতি এই হঠকারী সিদ্ধান্ত মেনে নিবে না।
সংগঠনের ঢাকা মহানগর পূর্ব সভাপতি আখতারুজ্জামান মাহদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর
দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র
আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি, মুহাম্মাদ আব্দুল জলিল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি,আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রশিক্ষণ
সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ইসলামী যুব আন্দোলন ডেমরা থানা সভাপতি
হাজী ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রশিদ আহমদ ফেরদৌস।
নগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র
আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ
পিয়াস। প্রশিক্ষণ সম্পাদক মালিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম ইমরান, অর্থ
সম্পাদক মাইনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জসিম খাঁ সহ নগর ও থানা নেতৃবৃন্দ।