ওলামা রাজনীতিতে পিছিয়ে থাকায় দুর্নীতিবাজরা দেশ শাসন করছে: চরমোনাই পীর

আজ রাজধানীর জামিয়া সাঈদিয়া কারীমিয়ায় অনুষ্ঠিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই বলেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। তিনি আজ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, শায়েখ জাকারিয়া ইসলামী রিসার্স সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দীস মাও. আব্দুল হক আজাদ। মাওলানা গাজী আতাউর রহমান ও মুফতী হেমায়েতুল্লাহ ও মুফতী কেফায়েতুল্লাহ কাশফীর পরিচালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে দেশের প্রায় ৫০টি জেলার ওলামা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সম্মেলনে আল্লামা নূরুল হুদা ফয়েজীকে সভাপতি, মাওলানা আব্দুল হক আজাদ, মাও. অধ্যাপক এ.টি.এম হেমায়েত উদ্দীন ও মাওলানা খালেদ সাইফুল্লাহকে সহ-সভাপতি এবং মাওলানা গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আলেম প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা উত্তরের শাইখুল হাদীস মাও. মকবুল হুসাইন, মাও. শেখ ফজলে বারী মাসউদ, মুফতী ওয়ালীউল্লাহ, মাও. আব্দুর রহীম কাসেমী, মাও. ওয়াহীদুল আলম ও মুফতী মুহাম্মদুল্লাহ আনসারী, ঢাকা দক্ষিণের মাও. ইউনুছ ঢালী, মাও. হেদায়েতুল্লাহ আজাদী ও মাও. বাসির উদ্দীন আহমদ, ঢাকা জেলা দক্ষিণের মুফতী আশরাফ আলী নূরী, তা’লীমুল ইসলাম ইসলামী রিসার্স সেন্টারের পরিচালক মাও. লুৎফুর রহমান ফরাজী, সাইন্স লেবারটরী মসজিদের খতিব মুফতী শামসুদ্দোহা, চট্টগ্রামের ড. মাও. জসিম উদ্দীন নদভী ও মাও. আমজাদ হুসাইন, মানিকগঞ্জের মাও. মুসলেহ উদ্দীন, কুমিল্লার মাও. হারুনুর রশীদ, শেরপুরের মাও. রুহুল আমীন, নরসিংদীর মাও. আহমদ আলী, গাজীপুরের মাও. হাবীবুর রহমান মিয়াজী, হবিগঞ্জের মাও. ইকবাল হুসাইন, পাবনার মাও. নাজমুল হাসান, বি.বাড়িয়ার মাও. শরী্ফ উদ্দীন, ভোলার মুফতী ইয়াসিন নবীপুরী, বগুড়ার মাও. আব্দুল মতিন, মোমেনশাহীর মাও. আবুল হাসান, মাগুরার মাও. হাবিবুল্লাহ, মুন্সিগঞ্জের মুফতী এমদাদুল হক প্রমূখ ওলামায়ে কেরাম। – প্রেস বিজ্ঞপ্তি