কালসী রোডকে মিরপূরের দুঃখ বললে কি বেশী বলা হবে?

কালসী রোডকে মিরপূরের দুঃখ বললে কি বেশী বলা হবে? এটা বেশ চওড়া একটা জনপথ। ঢাকা ক্যন্টনমেন্টের উপর দিয়ে ফ্লাইওভার নির্মানের পর ঢাকার পূর্ব ও পশ্চিম এলাকার মধ্যে একটা প্রধান সংযোগ। কিন্তু বৃষ্টি হলেই এই জনপথ সেকশন ১১ ও পল্লবী এলাকার একটা বড় খালে পরিণত হয়। উত্তর মিরপুরের সব বৃষ্টির পানি গড়িয়ে এখানে আসে। অদূরদর্শি রান-অফ ব্যবস্থাপনা্র একটা বাস্তব নিদর্শন এই জনপথ। ২০০৯ সালে নিষ্কাষনের অভাবে কালসী রোডের দক্ষিনাংশে পানি আটকে গেলে উল্লেখিত এলাকার প্রায় সকল বাড়ীর নিচতলা ডুবে যায়। পানির রিজার্ভ ট্যাঙ্কগুলো, পানি তোলার বৈদ্যুতিক মটরসহ বিদ্যুতের মেইন বোর্ড এবং পার্ক করা গাড়ী সব ময়লা পানির নীচে তলিয়ে যায়। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এখন চলছে এক পশলা বৃষ্টির পরই বন্যা। নগর কর্তৃপক্ষ তার অপরিনামদর্শি এই উন্নয়ন বিপর্যয়ের বিহিত করবে্ন কি? – মোস্তফা কামাল মজুমদার। ৩০ এপ্রিল, ২০১৮