কৃষকদের দরিদ্র্যতার দিকে ঠেলে দিচ্ছে সরকার- ইসলামী কৃষক-মজুর আন্দোলন

দেশের কৃষকদের উৎপাদনকৃত ধান সংগ্রহে ব্যবসায়ীদেরকে ব্যাক লোন না দিয়ে গুটি কয়েক ব্যবসায়ীকে ২৭% শুল্ক মওকুফ করে চাল আমদানীর সিদ্ধান্ত আত্মঘাতি ও দেশের ১ কোটি বোরো চাষীর জন্য ক্ষতিকারক। সরকারী এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে আহবান জানিয়েছেন ইসলামী কৃষক-মজুর আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির।আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, প্রতিমণ ধান উৎপাদনে কৃষকের খরচ ৮৯৬ টাকা হলেও কৃষক এখন ৬০০-৮৫০ টাকা করে প্রতিমণ ধান বিক্রয় করতে বাধ্য হচ্ছে। এর অন্যতম কারণ কৃষকবান্ধব আমদানী নীতির অনুপস্থিতি এবং সরকারের কিছু লোকের দুর্ণীতি।
তিনি বলেন, বোরো ধান ওঠার সময়ে আমদানীর উপর নিয়ন্ত্রণ না আনার কারণে কৃষককে ক্ষতিগ্রস্ত হতে হবে। ফসল উৎপাদনের পরেও ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারনে উত্তরাঞ্চলের ৪ জেলায় দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে। দেমকে দারিদ্র্যতার কষাঘাত থেকে রক্ষ করতে কৃষি বান্ধব আমদানীনীতি ও আগামী বাজেটে কৃষিতে সর্বোচ্চ বরাদ্ধ দিতে হবে। – প্রেস বিজ্ঞপ্তি