চিত্রপরিচালক মতিউর রহমান পানু আর নেই

Desk report

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু (ইন্না…রাজিউন)।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
চলচ্চিত্র নির্মাতা কাবিরুল ইসলাম রানা বলেন, পানু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সুপারহিট বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।
২০০২ সালে সুপারহিট সিনেমা ‘মনের মাঝে তুমি’ নির্মাণ করে মতিউর রহমান পানু নন্দিত হয়েছিলেন।

এছাড়া তিনি ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য চলচ্চিত্রের প্রযোজক।

১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে তিনি ‘হারানো মানিক’ চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর উপহার দেন একের পর এক দর্শক নন্দিত চলচ্চিত্র।