তাবলীগের উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই টঙ্গি ইজতেমা মাঠে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে ধর্মপ্রাণ মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরণের ঘটনা নিঃসন্দেহে তাবলীগ জামাতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পীর সাহেব চরমোনাই মাওলানা সা’দ সাহেবের প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলীগের মুরব্বীদের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তাবলীগ জামায়াতের সুচনা হয়েছে দারুল উলূম দেওবন্দের সন্তানদের দ্বারা। বাংলাদেশের উলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দী আলেমদের তাবলীগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দরদও সবচেয়ে বেশি।
অতএব, তাবলীগের সঙ্কটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। বিশেষ করে দিল্লির মাওলানা সা’দ সাহেবের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম যে সুচিন্তিত মতামত পেশ করেছেন তা উপেক্ষা করা হলে তাবলীগ জামায়াতের সঙ্কট আরো ঘনিভূত হবে। তাই বাংলাদেশের তাবলীগ জামায়াতের মুরব্বীদের উচিত বিষয়টি গভীরভাবে চিন্তা করা। তিনি সমাধানের পথ খুঁজে বের করতে উভয় পক্ষের মুরব্বীদের আলোচনার বসার আহ্বান জানান। পীর সাহেব চরমোনাই বলেন, কোন ব্যক্তি বিশেষের ওপর দীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এ বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে।
বার্তাপ্রেরক -আহমদ আবদুল কাইয়ূম, প্রচার সম্পাদক