ত্রিমূখী সমস্যা মোকাবেলায় সম্মিলিত প্রয়াস চাই -মাও নেজামী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী দেশে বিরাজমান ত্রিমূখী সমস্যা—অপরাধী চক্রের বীভৎসতা, করালগ্রাসী বন্যা ও সর্বশেষ ব্যাপকারে ছড়িয়ে পড়া ডেঙ্গু সমস্যা সমাধানে ব্রতী হওয়ার চাইতে পারষ্পরিক বাকচাতুর্য্য ও বাগাড়ম্বরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাগযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরিবর্তে এই ত্রিমূখী সমস্যা সমাধানে সকলেরই সাধ্যমত অবদান রাখার প্রয়োজনীয়তার বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন।তিনি এক বিবৃতিতে বলেন, শক্তিমানদের আশ্রয়ে-প্রশ্রয়ে গড়ে উঠা অপরাধী চক্রের বীভৎসতায় দেশের বিভিন্ন স্থানে আশংকাজনকহারে ঘুষ, দূর্নীতি, অপহরণ-খুন-গুম, হাইজ্যাক, রাহাজানি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ,এসিড নিক্ষেপ, শিশু পাচার এবং গণপিটুনির মতো ভয়ংকর অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় দেশের জনগণ যখন উদ্বিগ্ন। প্রবল বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট প্রলয়ংকরি বন্যায় দেশের ২১টি জেলার পানিবন্দী মানূষ যখন বিষণভাবে উৎকণ্ঠিত। প্রাণঘাতি ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তী হতে না পেরে যখন সর্ষে ফুলের হলদে মাঠ দেখছেন। তখন কেউ কেউ এসব সমস্যা আড়াল করা এবং আবার কেউ এসব সমস্যা সমাধানের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানোর ক্ষেত্রে কথার ফুলঝুরিতে ব্যস্ত হয়ে নিজেরা দায়মুক্ত থাকার প্রয়াস চালাচ্ছেন বলে প্রতীয়মান হয়।
তিনি পরিশেষে সামাজিক ব্যাধি অপরাধ প্রবনতা রোধ, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা এবং ডেঙ্গু পরিস্থিতির কার্যকর মোকাবেলায় সম্মিলিত প্রচেস্টার ওপর জোর দেন।
মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক