দিনমুজুর, খেটে খাওয়া মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করুন

দিনমুজুর, খেটে খাওয়া ক্ষেতমুজুর, নির্মান শ্রমিক, র্গামেন্টস শিল্পে নিয়োজিত শ্রমজীবী ও স্বল্প আয়ের দুঃস্থ মানুষের জন্য করোনা ভাইরাস সংক্রমন জনিত সময়ে বিনামূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করুন। মজুতদার, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারী মুনাফা লোভীদের কঠোর হস্তে দমন করুন।সম্মিলিত সামাজিক আন্দোলনে সভাপতি জিয়া উদ্দিন তারেক আলী ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমন জনিত কারণে মহা-দূর্যোগ মুহুতের্, দেশব্যাপী সকল ধরনের অর্থনৈতিক কর্মকান্ড স্থবীর হয়ে পড়ায় কর্মহীন মানুষদের বিশেষ করে দিনমজুর, ক্ষেতমজুর, কুলি, রিক্সা ভ্যান শ্রমিক, স্বল্প আয়ের দুঃস্থ মানুষ, বয়স্ক ও বিধবা মানুষদের দৈনন্দিন সংকট মোকাবেলায় উল্লেখিত সময়ের জন্য খাদ্য, ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা নেওয়ার দাবী জানান। শুধুমাত্র রাজধানী ঢাকা শহরেই কমপক্ষে ৪০ লক্ষ ভাসমান শ্রমজীবী, পেশাজীবী মানুষের বসবাস। ইতোমধ্যে করোনা ভাইরাস সংকটে ৪০ লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপনের দিকে ধাবিত হচ্ছে। এছাড়াও সারাদেশে ৪০ লক্ষ্যের অধিক র্গামেন্টস শিল্প ও রেডিমেট পোশাক কারখানায় কর্মরত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশে খাদ্য সামগ্রী পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও মুনাফাখোর লোভী মজুতদার ব্যবসায়ীদের কারণে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বব্যাপী জনজীবনের গভীর সংকট মুহুর্তে দেশের মজুতদার মুনাফালোভী জোতদারদের অমানবিকতা ও লুন্ঠন কঠোর হস্তে দমন করার দাবি জানান। আমরা মনেকরি জাতির এই মহা সংকটময় পরিস্তিতিতে আতংঙ্কিত দেশবাসীর সাথে সরকার প্রশাসন সহ সমাজের সকল বৃত্তবান মানুষ এগিয়ে আসবেন, মানুষের পাশে দাড়িয়ে মানবতার বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সাহস জোগাবেন। – প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক, বিপ্লব চাকমা, দপ্তর সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন।