নবাব সলিমুল্লার জীবনী পাঠ্যসূচীভূক্তির জোর দাবী -মুসলিম লীগ

নিপীড়িত বাঙ্গালী মুসলমানের মুক্তিদূত, এ অঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা প্রসারের অগ্রনায়ক, দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অগনতি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আধুনিক ঢাকার রূপকার দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে বুধবার দলের নয়াপল্টনস্থ বক্স কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ যোহর নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, নবাব সলিমুল্লাহর প্রতি গোটা জাতি ঋণগ্রস্ত। এই মহান ব্যক্তির প্রতি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য সরকারের নিকট উদাত্ত আহবান জানান। বরাবরের মত এবারও দলীয় নেতৃবৃন্দ নবাব সলিমুল্লাহর জীবনি স্কুল পর্যায়ের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্তির জোর দাবী জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরই, মোর্তুজা আলী চৌধুরী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক এস.এইচ খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা, ইঞ্জিঃ ওসমান গনী, এ্যাড হাবিবুর রহমান, সৈয়দ আবদুল হান্নান নূর, শরীফ মোঃ মিরাজ হোসাইন, মোঃ ফয়সাল চৌধুরী, হাসিনা হোসাইন, এ্যাড. আফতাব হোসেন মোল্লা, সৈয়দ মঈনুদ্দিন রিপন, মামুনুর রশীদ, খাইরুল আলম প্রমুখ। এর আগে সকাল দশটায় দলীয় মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে নবাব সলিমুল্লাহর বেগমবাজারস্থ কবর জিয়ারত করেন দলীয় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক – শেখ এ সবুর, প্রচার সম্পাদক