নির্বাচনের প্রতি অনীহা ও অনাস্থা প্রকট হয়ে উঠেছে -ঐক্য ন্যাপ

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এড. আসাদুল্লাহ তারেক এক যুক্ত বিবৃতিতে সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে নিম্নক্ত বিবৃতি প্রদান করেন।“নজীরবিহীন সর্বাধিক কম ভোটে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিষ্পন্ন হোল। বিতর্কিত এই নির্বাচন অংশগ্রহনমূলক হলেও প্রতিযোগিতামূলক হয়নি এবং ইভিএম কারসাজির বিতর্ক এড়ানো যায়নি যা দুঃখজনক। নির্বাচনে সর্বাধিক কম ভোট পড়ার নজীর (উপনির্বাচন ব্যতিত) প্রমান করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটারদের নির্বাচনের প্রতি অনীহা ও অনাস্থা প্রকট হয়ে উঠেছে যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।
এককথায়, সমগ্র নির্বাচন ব্যবস্থাটি ভঙ্গুর ও প্রশ্নবিদ্ধ করে তোলার এহেন প্রয়াস দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে সংকটগ্রস্থ করে তুলতে পারে এমন আশংঙ্কা অমূলক নয়।” – প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক, ঐক্য ন্যাপ।