ভোট কেন্দ্র সমান সুযোগ না থাকা দেশকে সংকটে ফেলবে

১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য অনুযায়ী ৩০ পার্সেন্ট এর কম ভোট কাষ্ট হওয়া এবং সরকার সমর্থক প্রার্থীরা ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট সমার্থকদের জন্য সমান সুযোগ না থাকার যে উদাহরন সৃষ্টি হয়েছে তা লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থার উপর জনগনের অনাগ্রহ দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না বরং ভবিষ্যতে প্রিয় মাতৃভ’মি বাংলাদেশকে গভীর সংকটে ফেলতে পারে । ১/১১ এর ন্যায় অসাংবিধানিক কোন অপশক্তি বিদেশেীদের মদদে ক্ষমতা দখল করে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিলিয়ে দিতে পারে।
শহিদুল ইসলাম কবির বলেন, দেশকে বাঁচাতে এখই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় এনে নির্বাচনী ব্যবস্থার উপরে জনগনের আস্থা ফিরিয়ে এনে অবাধ-নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং জনগনের অর্থে পরিচালিত প্রশাসনকে দলান্ধতা থেকে ফিরিয়ে এনে সকলের প্রতি আইন অনুযায়ী সমান সুযোগ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী। মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ । — প্রেস বিজ্ঞপ্তি