প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

-জাতীয় শিক্ষক ফোরাম
জাতীয় শিক্ষক ফোরাম এর কার্যনির্বাহী কমিটির সভায় অধ্যাপক মাহবুবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গুলোতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট জোর দাবি জানান। জাতীয় শিক্ষক ফোরাম এর সেক্রেটারী জেনারেল এ বি এম জাকারিয়া এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে, প্রাথমিক বিদ্যালয় গুলোতে গানের শিক্ষক নিয়োগের যে পায়তারা চলছে তা জাতির জন্যে কল্যাণকর হতে পারে না। এ অশুভ পায়তারা কখনোই মেনে নেয়া হবে না।
তিনি জাতিকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে, শুধু ধর্মীয় শিক্ষক নিয়োগই নয় বরং ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ নাছির উদ্দিন খান, সহ সভাপতি মোঃ ফজলুল হক মৃধা , জয়েন্ট সেক্রেটারী জেনারেল প্রভাষক এম এ সবুর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোঃ আঃ হান্নান, দপ্তর সম্পাদক মোঃ মুস্তফা বাঙ্গালী, সহ দপ্তর সম্পাদক এইচ এম মহিউদ্দিন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ আজাদুর রহমান প্রমুখ ।
বার্তা প্রেরক: জাতীয় শিক্ষক ফোরাম, প্রচার ও প্রকাশনা বিভাগ