বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়ঃ আমীর, আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে। এই নির্বাচন সুষ্ঠু না হলে একাদশ জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবেনা।
পীর সাহেব বলেন দেশের মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। বর্তমানে খুন, গুম, সন্ত্রাস ও ধর্ষন মারাত্মক আকার ধারন করেছে। মানুষ নৈতিকতা হারিয়ে পশুত্ব বরণ করেছে। মাদকে দেশ সয়লাব। মাদক তরুণ প্রযন্মকে ধবংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন দেশবাসীকে ইস্লামের পক্ষে নিতে আগামী নির্বাচনে হাতপাখাকে ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখার উদ্যোগে নগরীর সাহেব্বাজার বড় মসজিদ প্রাঙ্গনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। জেলা নেতৃবৃন্দ, স্থানীয় মাদ্রাসার শিক্ষকমন্ডলি ও সুধিবৃন্দ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
– বার্তা প্রেরকঃ আহমদ আবদুল কাইয়ুম