বিজেপি নেতার হুমকির দাতভাঙ্গা জবাব দেব -মুফতী ফয়জুল করীম

ভারতের ক্ষমতাসীণ দল বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে জোর করে ধর্মান্তরিত করা এবং মন্দির দখলের করে মসজিদ বানানোর অজুহাতে দেয়া হুমকির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও মহাসমাবেশ বাস্তবায়ণ প্রস্তুতি কমিটির অহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ্ হুমকির দাতভাঙ্গা জবাব দেয়া হবে ৫ অক্টোবর জাতীয় মহাসমাবেশ থেকে। তিনি এ ধরণের হুমকি-ধমকির নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সদস্য সচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুহা. বরকতউল্লাহ লতিফ, এড. লুৎফুর রহমান, এড. একেএম এরফান খান, ডা. দেলেয়ার হোসেন, শ্রমিকনেতা খলিলুর রহমান, ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ, আলহাজ্ব আনোয়ার হোসেন, এড. সর্দার মানিক মিয়া, মুফতী মাছউদুর রহমান প্রমুখ।