মঙ্গল শোভাযাত্রায় অশরীরি আত্মার মিছিল দেশজ নয়

কাজী আজিজুল হক
১লা বৈশাখ উপলক্ষে তথাকথিত “মংগল শোভাযাত্রা”-র শুধু “মংগল” শব্দটি বাংগালী হিন্দু ঐতিহ্য থেকে এসেছে এবং শুধু এই শব্দটির সাথে ইসলামের কোন বিরোধ আমি দেখিনা।
“মংগল” মানে কল্যান – শুধু এই শব্দটি নিয়ে আপত্তির কোন কারণ নাই।
কিন্তু আসলে বিগত কয়েক বছর ধরে ১লা বৈশাখে অশরীরী আত্মা, দৈত্যদানব, জানোয়ারের মুখোশ পরিধান করে যে শোভাযাত্রা করা হচ্ছে তা আসলে মংগল শোভাযাত্রা নয় – তা হচ্ছে ভুতের শোভাযাত্রা যা ইউরোপীয় নব্য-উপনিবেশবাদীদের “হ্যলয়ীন” এর বিশ্বায়নের অংশ। এটি হিন্দু ঐতিহ্য থেকে আসেনি।
১লা বৈশাখে অশরীরী আত্মা, দৈত্যদানব, জানোয়ারের মুখোশ পরিধান করে শোভাযাত্রার যে রেওয়াজ কয়েকবছর যাবত ঢাকায় চালু হয়েছে এর কোন নজীর বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, পাহাড়ী – কোন সম্প্রদায়েরই অতীত ঐতিহ্যে নাই।
এর পিছনে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন – আরো পিছনে রয়েছে ব্রিটিশ গোয়েন্দা প্রকল্প। আমি স্বচোক্ষে ১লা বৈশাখ উপলক্ষ্যে গুলশানের ইউরোপীয় ইউনিয়নের অফিসের সাথে এর যোগসাজস দেখেছি।