মসজিদ-মাদরাসা ভাঙ্গার ষড়যন্ত্র বন্ধ না হলে তীব্র আন্দোলন

– জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান রাজধানীর সদরঘাটে দীর্ঘদিনের পুরোনো মসজিদ ও ছিন্নমূল মাদরাসা সিটি কর্পোরেশন কর্তৃক ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিনের পুরোনো মসজিদ ভেঙ্গে দেয়া কোনক্রমেই বরদাশত করা হবে না। সরকারি জায়গায় রাজনৈতিক দলের অফিস থাকতে পারলে আল্লাহর ঘর মসজিদ থাকতে পারবে না কেন? সরকারি জায়গা জনগণেরই জায়গা, আর মসজিদে নামাজ আদায় করে দেশেরই জনগণ, কাজেই সরকারি জায়গায় মসজিদ এই অজুহাতে ভেঙ্গে ফেলার কোন চক্রান্ত সহ্য করা হবে না। সিটি করপোরেশন মসজিদ নির্মাণের সময় কোথায় ছিল? তখন কেন বাধা দেয়নি? এই খোড়া অজুহাত না দিয়ে মসজিদের জায়গা ওয়াকফ করে দিতে হবে, অন্যথায় দেশবাসী তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তারা বলেন, ইতোপূর্বে হাতিরঝিলের মসজিদটি ভেঙ্গে দেয়া হয়েছে। বার বার মসজিদ ভাঙ্গার মত দু:সাহস দেখালে ঈমানদার জনতা তা রুখে দিতে বাধ্য হবে। নেতৃদ্বয় আরও বলেন, সদরঘাটের যে মসজিদটি ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে সেখানে একটি ছিন্নমূল মাদরাসাও রয়েছে, যাতে অনাথ, অসহায় ও রাস্তার ছিন্নমূল ছেলেরা ইলমেদীন শিখে আসছে। কোন কুচক্রি মহলের ইঙ্গিতে এই ছিন্নমূল মাদরাসা ও মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র সহ্য করা হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বার বার মসজিদ ভাঙ্গার মত জঘন্য অপরাধ করা হচ্ছে এবং মসজিদকে লক্ষ্যস্থলে পরিণত করা সরকারের জন্য সুখকর হবে না। – প্রেস বিজ্ঞপ্তি