মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ড গঠিত

বাংলাদেশ মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা আজ সকাল ১১.০০টায় দলীয় সভাপতি এ্যাড বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন চূড়ান্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়। দলীয় সভাপতি চেয়ারম্যান এ্যাড. বদরুদ্দোজা সুজা চেয়ারম্যান ও মহাসচিব কাজী আবুল খায়ের সদস্য সচিব এবং অপর তিন সদস্য হচ্ছেন আব্দুল আজিজ হাওলাদার, আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী। সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ নভেম্বর, ২০১৮ সকাল ১০.০০টা থেকে দলীয় প্রধান কার্যালয় ১১৬/২ বক্স কালভার্ট রোড, নয়াপল্টন ঢাকা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
সভায় নেতৃবৃন্দ বলেন, একাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে দেশবাসীর মনে যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে তা নিরসন করতে হলে সরকারী ও বিরোধী দলের জন্য নির্বাচন কমিশনকে তফশিল পুননির্ধারণ সহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।
বার্তা প্রেরক – আনোয়ার হোসেন আবুড়ী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ মুসলিম লীগ