র্দুনীতির বিরূদ্ধে ব্যবস্থা ঘোষণায় সামাজিক আন্দোলন আশাবাদি

সারাদেশে মাদকের বিস্তার অবধৈ অস্ত্রের ঝঞ্জঝনানি ক্ষমতার অপব্যবহার, কতৃত্ববাদ, চাঁদাবাজী, জংগিবাদী তৎপরতা ও জনাতঙ্ক ছড়িয়ে পড়ার প্রক্ষেপটে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “র্দুনীতবিাজ ও অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকব”র্শীষক সংবাদে দশেরে সাধারণ মানুষরে সাথে আমরাও স্বস্তি অনুভব করছি। র্সবশেষ যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে নাগরকি সংর্বধনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরোক্ত বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশতি হওয়ায় সুশাসন প্রতষ্ঠিার চেষ্টায় দেশবাসী আশাবাদী হয়ে উঠবে।র্দুনীতির বিরূদ্ধে কঠোর ব্যবস্থা ঘোষণার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, পরবিহনসহ বভিন্নি ক্ষেত্রে দুর্নীতি প্রতরিোধ করা গেলে জনগণরে আরো বেশি কল্যাণ, উন্নয়ন সেবারমান বৃদ্ধসিহ জাতীয় অগ্রযাত্রার কথা উল্লেখ করায় আমরা আশাবাদ ব্যক্ত করছি যে মুক্তযিুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতষ্ঠিায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনাকে আমরা সাধুবাদ জানাই। এই ঘোষনায় জনমনে স্বস্তি ও জাতীয় রাজনীতিতে নবধারার পথ উন্মোচতি হবে বলে আমাদের বিশ্বাস।
ইতোমধ্যে বাংলাদশের উন্নয়নের মডেল আর্ন্তজাতিক র্পযায়ে ব্যাপক প্রশংসার পাশাপাশি র্সবশষে র্দুনীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতাবাদীসহ সমাজে সকল নিপীড়নের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা দেশের ভাবর্মূতিকে যেমন উজ্জল কর্বে তেমনি সমাজে স্থিতিষীলতা, বৈষম্য, নিপীড়নমুক্ত হওয়ার পথ সুগম করবে বলে আমরা মনে করি। একই সাথে ঋণ খেলাপী ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে ব্যাংকিং কমশিন গঠন করে ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও জবাবদহিীতা নিশ্চিত করার দাবীও আমাদের। আমরা দেশবাসীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার র্পূণাঙ্গ বাস্তবায়নে সকল ধর্নের অনিয়ম, লুটপাট, সন্ত্রাসবাদী ও র্দুনীতিবাজদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানাছি।
বিবৃতিতে স্বাক্ষর করেনঃ- এড. সুলতানা কামাল, পঙ্কজ ভট্টার্চায, সৈয়দ আবুল মকসুদ, ড. সৈয়দ আনোয়ার হোসেন, রামন্দেু মজুমদার, ডা. সারওয়ার আলী, ঞ্জিয়াউদ্দনি তারকে আলী, ড. নূর মোহাম্মদ তালুকদার, খুশি কবির, রোকয়ো কবির, এড. রানা দাশ গুপ্ত, ড. আজিজুর রহমান, রাজিয়া সামাদ ডালিয়া, নাজমুল হক প্রধান, এডভোকেট, এস এম এ সবুর, রোবায়েত ফরেদৌস, সৈয়দ আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরী, মেসবাহ্ উদ্দিন আহমেদ, সালহে আহমেদ, ড. সেলু বাসতি, এড. ফয়েজ আাহমেদ।
র্বাতা প্রেরক – সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন।