‘সম্মিলিত ছাদ বাগান পরিবার’ এর নতুন আহবায়ক কমিটি ঘোষিত

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০১৯ইং বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্ট এর এডমিন, জনাব গোলাম হায়দার এর সভাপতিত্বে বনশ্রী কল্যান সমিতি কার্যালয়ে ‘সম্মিলিত ছাদ বাগান পরিবার’ এর ৩য় সভা অনুষ্ঠিত হয়। ১ম ও ২য় মিটিং এর ধারাবাহিতায় নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
সর্ব সম্মতিতে নির্বাচিত কমিটি নিম্নরূপ – আহবায়ক ইশরাত সরকার ঝুনা, (সবুজ সেনা সোসাইটি), যুগ্ম আহবায়ক শামিম আহমেদ, ( মা মাটি দেশ এখানেই শুরু এখানেই শেষ), সদস্য সচিব: মো. এহ্তেশামুল হক, (সবুজ বাগান সোসাইটি)। যুগ্ম সদস্য সচিব: রফিকুল ইসলাম হারুন,(গ্রীন লাভারস সোসাইটি)।

Golam Haider Convener United roof garden Family at its meeting on Saturday

সদস্যবৃন্দ – গোলাম হায়দার, বি জি আর এম, আবুল কাশেম আহসানউল্লাহ, বৃক্ষ, আবুল কাশেম, (মাটির টানে সবুজের প্রাণে), মোতালেব মাশরেকী, (ঢাকার শেকড়), ই. এইচ. রুবেল, (সবুজ কথন), সাবিনা ইয়াসমিন জুহি, ( বি.জি.এ.), আলমগির শিকদার, (মাটির টানে সবুজের প্রাণে), মজিবর রহমান, (সবুজ অরণ্য), সাইফুল্লাহ খোকন, (আমার শখ বাগান করা), ফারুক আহমেদ ফারদুন , (মিরপুরের সবুজের আড্ডা), সালমা রহমান, (আমাদের বাগান), খান শাকিল, (সবুজ গাছ সবুজ প্রকৃতি), মারুফ খান, (সবুজ ভালোবাসা), আফতাব আহমেদ, (আই. এস. পি. ই. সোসাইটি)।
সভায় আহবায়ক কমিটির জন্য গৃহীত অন্যান্য সিদ্ধান্ত ১: আহবায়ক কমিটির মেয়াদ ০৩ মাস। ০৩ মাস পর পুনরায় রিভিউ হবে। ২: আহবায়ক কমিটি যথাদ্রুত ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় দের কাছে ডেঙ্গু সংকট ও ছাদ বাগান রক্ষার্থে স্মারকলিপি প্রদান করা। ৩: ‘সম্মিলিত ছাদ বাগান পরিবার’ এর জন্য এই আহবায়ক কমিটি নীতিমালা প্রস্তাবনা প্রস্তুত করবে। ৪: ঢাকা ও ঢাকার বাইরের সকল সমমনা বাগান গ্রুপ গুলোর কাছে ‘সম্মিলিত ছাদ বাগান পরিবার’ এর কার্যক্রমে অংশগ্রহণ এ আহবান জানাবে। ‘সম্মিলিত ছাদ বাগান পরিবার’ এর এ পথ চলায় উল্ল্যেখিত প্রস্তাবনা বস্তবায়ন কল্পে নগর বাগান সৃজনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে ‘ঢাকার শেকড় ‘ প্রত্যাশা করে। নতুন এ পথ চলায় সবার সহযোগিতা ও পরামর্শ হবে আলোকবর্তিকা। – প্রেস বিজ্ঞপ্তি