সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের মৃত্যুতে মুসলিম লীগের শোক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান লেঃ জেঃ এইচ.এম এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী। সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব এরশাদ জনকল্যাণের রাজনীতি করেছিলেন বলেই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন গুলোতে বারংবার একাধিক আসনে জয়ী হতে পেরেছিলেন। ক্ষমতাচ্যুত একনায়ক যিনি স্বৈরশাসক হিসাবেও স্বীকৃত এরকম ব্যক্তির ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত হয়ে রাজনৈতিক ময়দানে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারা এক নজীর বিহীন ঘটনা। ক্ষমতাসীন সময়ে তার রাজনীতি উন্নয়ন ও জনকল্যাণমুখী ছিল এ বিশ্বাস থেকেই জনগণ তাকে বারবার নির্বাচিত করেছে। ৯০এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিকূলতা ও রাজনৈতিক মামলার কারণে তিনি সংকুচিত হয়ে পড়ে আর স্বাভাবিক রাজনৈতিক চর্চা করতে পারেননি। তিনি যদি আজীবন একজন মুক্ত-স্বাধীন মানুষ হিসাবে স্বাভাবিক রাজনীতি করে যেতে পারতেন তবে দেশের গণতন্ত্রকে এতটা নাজুক অবস্থায় পড়তে হত না বরং গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত হতো বলেই জনগণ বিশ্বাস করে। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের বিভিন্ন মৌলিক উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালী-করণে উপজেলা পদ্ধতি প্রবর্তন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা এবং সাপ্তাহিক ছুটি জুমার দিন শুক্রবার ঘোষণার জন্য তিনি সাধারণ মানুষের কাছে চীর স্মরণীয় হয়ে থাকবেন। নেতৃবৃন্দ জনাব এরশাদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনাব এরশাদের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে এবং তার দেশব্যাপী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টি দেশের রাজনীতি ও গণতন্ত্রকে শক্তিশালী করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক, কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব