১০ নভেম্বর ইউরোপ ব্যাপী বিশ্ব সুন্দরবন সংহতি দিবস পালনের আহবান

ফ্রান্সের প্যারিসে অধ্যাপক আনু মুহাম্মদের উপস্থিতিতে মোস্তফা ফারুকের সভাপতিত্বে রাকিবুল ইসলামের পরিচালনায় তেল-গ্যাস রক্ষা ইউরোপীয় কমিটির সভায় আগামী ১০ নভেম্বর ইউরোপ ব্যাপী বিশ্ব সুন্দরবন সংহতি দিবস পালনের আহবান জানানো হয় এবং তদানুযায়ী কর্মসূচি গৃহিত হয়। আনু মুহাম্মদ আগামী ১০ নভেম্বর গণতন্ত্র মুক্তি দিবসকে সুন্দরবন মুক্তির সাথে যুক্ত করার আহবান জানান। সভায় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প বাতিলের অঙ্গীকার ও কর্মসূচিতে সেটা অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দল্গুলির প্রতি আহবান রাখা হয়। ইউরোপীয় কমিটির এ সভায় ২০১৯ সালে ইউরোপে রামপাল, রূপপুর প্রকল্প বাতিল, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠানের কর্মসূচি গৃহীত হয়।
সভায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইডেন সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন ড. আখতার সোবাহান মাশরুর, ফরহাদ রিপন, সাখাওয়াৎ হোসেন, আহমেদ আলী দুলাল, রহমত উল্লাহ চৌধুরী সুজন, সুনান মোর্শেদ, তন্বী প্রমুখ।
বার্তা প্রেরক, দেবাশীষ সরকার, সংগঠক, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি, ইউরোপ।