১৬ বছর পর মেহেদীর মিক্সড অ্যালবাম

ঈদানন্দে সঙ্গীতপ্রেমীদের মাতাতে দীর্ঘ ১৬ বছর পর মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন প্রতিভাদীপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক মেহেদী। দেশের প্রথমসারির অডিও ভিডিও কোম্পানি জি সিরিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেয়েছে নতুন এই অ্যালবাম।প্রাণছোঁয়া কথামালার ৫টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। যার সবগুলো গানই লিখেছেন স্যামুয়েল হক। মেহেদীর সুর ও সঙ্গীত পরিচালনায় নতুন এ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত ছয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, মিজান, ডি রকস্টার-খ্যাত শুভ, অটামনাল মুন ও এহসান রাহী।
‘মেহেদী মিক্সড-১’ শিরোনামের এই অ্যালবামে থাকা গানগুলো হচ্ছে- ‘কবিতা পড়া নয়’, ‘যাবেই যদি চলে’, বন্ধু আমার’, একলা মাঠে’ এবং রং দাও’। নতুন এই অ্যালবাম নিয়ে দারুণ আশাবাদি সঙ্গীত পরিচালক মেহেদী।
এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক সুন্দর ও কাব্যময় কথার গাঁথুনিতে গানগুলো আবৃত। কথার গভীরতার উপর সামঞ্জস্য রেখে আমি গানগুলোর সুরায়নের চেষ্টা করেছি। এই অ্যালবামের প্রত্যেকটি গান ভিন্ন সাদের। শিল্পীরাও চমৎকার গেয়েছেন। সবগুলো গানই সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’ – প্রেস বিজ্ঞপ্তি ।