ছাদ বাগান ধ্বংস নয় ব্যবস্থাপনার মাধ্যমে এডিস নিয়ন্ত্রন করুন

সবুজায়নের ব্যাপক বিস্তারের লক্ষ্যে অযৌক্তিক ছাদ বাগান ধ্বংস করার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পাশাপাশি ছাদবাগান সম্প্রসারণে সহযোগিতা কামনায় ১৭ই সেপ্টেম্বর ২০১৯ ইং রোজ মঙ্গলবার বিকেল ০৫:৩০ মিনিটে জনাব আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নিকট ‘*সম্মিলিত ছাদ বাগান পরিবার*’ এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টার উদ্দেশ্য যেন এডিস মশার অজুহাত দেখিয়ে সিটি কর্পোরেশনের নাম অপব্যবহার করে কোন স্বার্থান্বেষী মহল ছাদবাগান এবং বারান্দা বাগান ধ্বংস করার আর কোন অপচেষ্টা করতে না পারে এব্যাপারে সব গ্রুপের পক্ষ থেকে মেয়র মহোদয়ের সহযোগীতা কামনা করা।
‘ঢাকার শেকড় ‘ গ্রুপ ও বরাবরের মতো সবুজায়নের এই সম্মিলিত কার্যক্রমে ্সচেষ্ট ছিল এবং ইনশাআল্লাহ আগামিতে ও থাকবে।
‘ঢাকার শেকড় ‘ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাব মোতালেব মাশরেকি।.আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং মেয়র সাহেব অচিরে একটি বৃক্ষ হাসপাতাল করার আশ্বাস দিয়েছেন। .
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ছাদ বাগান ধ্বংস করে নয় বরং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব’।