জাতীয় ইস্যুতে রাজনীতিকদের একসাথে কাজ করতে হবে -মুসলিম লীগ

নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান উর্দ্বগতি জনজীবনকে দুঃর্বিসহ করে তুলছে। এজন্য উচ্চভিলাসী বাজেটই একতরফা ভাবে দায়ী। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তও বাজেটের সাথেই সম্পৃক্ত। অপরদিকে গুম-খুন, নারী ও শিশু ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। এর জন্য প্রশাসনিক ব্যর্থতার চাইতেও সুশিক্ষার অভাব ও জাতীয়ভাবে আমাদের নৈতিক অবক্ষয় দায়ী। বিশেষ করে পিতৃতুল্য শিক্ষকদের সন্তানতুল্য ছাত্রীদের সাথে কিছু অশোভন ঘটনা গোটা সভ্য সমাজকে হতবাক করে দিয়েছে। এ অবস্থার রাশ এখনই টেনে না ধরলে অদূর ভবিষ্যতে এদেশ সভ্য মানুষের বসবাসের অযোগ্য ঘোষিত হবে। এপরিস্থিতি অনাদিকাল চলতে দেয়া যায় না। এ থেকে উত্তরণের জন্য রাজনীতিবিদদের জাতীয় ইস্যুতে একসাথে কাজ করার সংস্কৃতি সৃষ্টি করতে হবে।
রবিবার বেলা তিনটায় ৬৯এর ১১দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ২য় জাতীয় সংসদে মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ইব্রাহীম খলিলের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ য্বু মুসলিম লীগ ও ইব্রাহীম খলিল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। ইব্রাহীম খলিল স্মৃতি সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির অন্যতম সদস্য আতিকুল ইসলাম, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিঃ ওসমান গনী, খোন্দকার জিল্লুর রহমান, মাহবুবুর রহমান ভূঞা, মামুনুর রশীদ, নূরেআলম প্রমুখ।
সংবাদ প্রেরক – কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০