হারিকেন প্রতীকে গণঐক্যের ৬৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন আর ভোটাধিকার হরণ প্রতিরোধে এবং ইসলামিক আদর্শভিত্তিক জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সমন্বয়ে সদ্য আত্মপ্রকাশ হওয়া নির্বাচনী জোট গণঐক্য মোট ৬৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নিশ্চিত করেছে। এরমধ্যে এনডিএম থেকে ৪১ জন এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে ২২ জন প্রার্থী গতকাল মনোনয়ন পত্র জমাদানের শেষদিন রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে তাঁদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।
গণঐক্যের সভাপতি ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-০৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সেগুনবাগিচায় রিটার্নিং অফিসার কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে ঐক্যের অন্য শরিকদল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাদ বদরুদ্দোজা সুজা সুনামগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোনয়ন পত্র জমা দেন।